Advanced IT Academy

ফ্রিল্যান্সিং জগতে আপনাতে স্বাগতম। অনলাইন থেকে আয় করার জন্য গুরুত্বপূর্ণ দুইটি হাতিয়ার হলো হাতিয়ার হল “স্কিল” এবং “কম্পিউটার বা ল্যাপটপ”। সেই হাতিয়ার যদি আপনার ধারালো না হয়, তাহলে এই জগতে চলা আপনার জন্য খুবই কষ্টকর। ফ্রিল্যান্সিং বা অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনাকে কেমন ধরনের কম্পিউটার কনফিগারেশন লাগবে, সেই বিষয়ে এই পোস্টের মাধ্যমে আমরা আলোচনা করবো। আশা করি, এই পোস্ট আপনাদের অনেক উপকারে আসবে।

বর্তমান সময়ে ভিডিও এডিটিং এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে Full HD, 4k , 8k এর মতো উচ্চ রেজুলেশনের ভিডিও গুলো তৈরি করার জন্য একটি ভালো মানের গ্রাফিক্স কার্ড (2GB/4GB/8GB/12GB/24GB), একটি শক্তিশালী প্রসেসর, পর্যাপ্ত র‌্যাম, হাই-ডেফিনিশন মনিটরসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ দরকার।

কাজ শিখার জন্য কেমন কনফিগারেশন লাগবে?

১) বাজেট আনুমানিক – ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা (ডেস্কটপ)।

▣ Core I3

▣ 5 Generation

▣ 8 GB RAM

▣ 128 GB M.2/SSD card.

▣ Power Supply = 450

এই কনফিগারেশনের মধ্য আপনি রিকন্ডিশন ল্যাপটপও নিতে পারেন।


মোটামুটি ভালো ভাবে কাজ করার জন্য কেমন কনফিগারেশন লাগবে?

▣ Ryzen 5/7 Processor

▣ MSI or TUF Gaming Motherboard

অথবা-

▣ Core I5

▣ 7 Generation

▣ 16 GB RAM

▣ 2/4 GB Graphics Card

▣ 256 GB M.2/SSD card.

▣ Power Supply = 550

এই কনফিগারেশনের মধ্য আপনি রিকন্ডিশন ল্যাপটপও নিতে পারেন।


ভালো ভাবে কাজ করার জন্য কেমন কনফিগারেশন লাগবে?

▣ Ryzen 7/9 Processor

▣ MSI or TUF Gaming Motherboard

অথবা-

▣ Core I9

▣ 13 Generation

▣ 32/64 GB RAM

▣ 4/8 GB Graphics Card

▣ 500 GB M.2/SSD card.

▣ Power Supply = 665

এই কনফিগারেশনের মধ্য আপনি রিকন্ডিশন ল্যাপটপও নিতে পারেন।


সব শেষে আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি, আমাদের এই ছোট্ট উদ্যোগটি আপনাদের যদি ভালো লাগে, তবে সর্বদা আমাদের পাশে থেকে আমাদের সাহস বাড়াতে পোস্ট গুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন। এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে। সেই আশা বাদ ব্যক্ত করে সবাইকে আবোরো ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে। ততক্ষনে সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ।

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *