পৃথিবীটা গোল। যেহেতু পৃথিবীর আকৃতি আছে, তাহলে ১০০% নিশ্চিত পৃথিবীর ভিতর যা কিছু আছে তার প্রতিটির আকৃতি আছে। আর এই আকৃতিকে কোনো একটি ম্যাসেজ বা তথ্যকে সৃজনশীলতা দিয়ে রঙ, রেখা ও বিভিন্ন shape এর মাধ্যমে মানুষের সামনে তুলে ধরার নামই হলো গ্রাফিক্স ডিজাইন। বর্তমান সময়ে বিশ্বে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই যুগে গ্রাফিক্স ডিজাইন ব্যাতিত পুরো মার্কেটিং ডিপার্টমেন্টই অচল। এর কারনও বিদ্যমান চোখের সামনেই। ডিজিটাল মার্কেটিং এর জন্য যা যা দরকার একটা কোম্পানির, তার বেশির ভাগই বানায় গ্রাফিক্স ডিজাইনাররা।
যেমন : লগো ডিজাইন, ব্যানার, পোষ্টার, বিলবোর্ড, সোশ্যাল মিডিয়া কভার ফটো, টেলিভিশন কমার্শিয়াল, ইত্যাদির সবকিছুই গ্রাফিক্স ডিজাইন এর অন্যতম অধ্যায়। এসব কারনেই গ্রাফিক্স ডিজাইন-এর গুরুত্ব দিনকে দিন বেড়েই চলেছে।
তাই আপনি যদি আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে গ্রাফিক্স ডিজাইন শিখবেন, তাহলে অবশ্যই এটি আপনার জীবনে নেওয়া অন্যতম একটা ফলপ্রসূ সিদ্ধান্ত হতে পারে। কিন্তু গ্রাফিক্স ডিজাইনের সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারনে আমাদের অনেক কিছুই অজানা রয়ে গেছে। এডভান্স আইটি একাডেমির এই গ্রাফিক্স ডিজাইন কোর্সের মাধ্যমে আপনি বেসিক টু এডভান্স লেভেলের কাজ শিখতে পারবেন। আমাদের কোর্সের বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হলো-
Professional Graphic Design Full Course
Trainer:
▣ Adobe Illustrator
▣ Adobe Photoshop Ps
▣ কোর্স শেষে প্রয়োজনীয় সোর্স ফাইল প্রদান করা হবে।
▣ কোর্স শেষে প্রয়োজনীয় এলিমেন্ট প্রদান করা হবে।
▣ কোর্স শেষে ভার্চুয়াল সার্টিফিকেট প্রদান করা হবে।
▣ প্রতিটি কোর্স পূর্ণাঙ্গ কোর্স, প্রতিটি কাজ খুব সহজভাবে এবং খুটিনাটি বিষয়সহ শেখানো হয়।
▣ প্রতিটি কাজের ০ (শূন্য) থেকে Advanced Level পর্যন্ত শেখানো হয় এবং ধারাবাহিক পর্ব আকারে ক্লাস নেওয়া হয়।
▣ প্রতিটি ক্লাস Record করা হয় এবং ক্লাস শেষে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়, যেকোনো সমস্যার সমাধান করা হয়।
▣ কোর্স চলাকালীন সময়ে ইনকাম শুরু করার সার্বিক বিষয় সম্পর্কে আপনাকে জানানো অবহিত করা হয় এবং কোর্স শেষে কিভাবে বড় বড় কাজের মাধ্যমে বেশি ইনকাম করবেন সে বিষয়েও গোপন টিপস ও সর্বোচ্চ Support এবং Special Guideline দেওয়া হয়।
▣ কোর্স এর মধ্যে প্রতিটি কাজ প্রাক্টিক্যালি করে দেখানো হয়, বুঝতে কোন সমস্যা না হয়।
▣ যারা ইংরেজিতে দুর্বল, তাদের জন্য বায়ারের সাথে ইন্টারভিউ করে কাজ পেতে Help করা হয়।
▣ ফাইভারের গিগ সঠিকভাবে মার্কেটিং এবং গিগ দ্রুত Rank করার নিনজা টেকনিক শেখানো হবে।
▣ বেশি বেশি অর্ডার পাওয়ার সিক্রেট কৌশল শেখানো হয়।
▣ ইংলিশ টেস্ট নিয়ে অহেতুক চিন্তা করতে হবে না, ১০০% পাশের সহজ টেকনিক শিখিয়ে দেওয়া হবে।
▣ কোর্সটি ৩ মাসে কমপ্লিট হবে।
▣ সপ্তাহে ৩ দিন ক্লাশ হবে। সকলের সাথে আলোচনা করে ক্লাশ সময় নির্ধারণ করা হবে , তবে রাত ৯ টা থেকে আমাদের ক্লাশ শুরু হয়ে থাকে । সপ্তাহে ৭ দিন যেকোনো সমস্যার Anytime help & Live Support দেওয়া হয়।
▣ প্রতিটি স্টুডেন্টকে সঠিক গাইডলাইনের জন্য Live Zoom Support এর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ শেখানো হয়।
▣ কাজের জন্য প্রয়োজনীয় সকল Software বিনামূল্যে সরবরাহ করা হয়।
▣ বিশ্বের যে কোনো জায়গা থেকেই কোর্সে ভর্তি হতে পারবেন। এবং
▣ কোর্স শেষ হওয়ার পরেও Lifetime Support পাবেন। বিশেষ প্রয়োজনে আমরা সার্টিফিকেটের ব্যবস্থা করার চেষ্টা করবো। ইনশা আল্লাহ্।
কোর্সটি সম্পূর্ণ করতে আপনার ৩ মাস সময় দিতে হবে। গাফিলতি করলে আপনার ক্ষতি । তবে কোন কারণে আমার সমস্যা হলে, সেই ক্লাশটি অতিরিক্ত ভাবে নেওয়া হবে।
কোর্স ফি মোট – ৫১০০ টাকা।
একবারে পেমেন্ট করতে সমস্যা হলে প্রথম ২১০০ টাকা পেমেন্ট করে ১ মাস ক্লাশ করতে পারবেন। যদি কোন কিছু শিখতে পারেন বা ক্লাশ ভালো লাগে বা কোর্স কন্ট্রিনিউ করতে চান, তবে পরের মাসের শুরুতে বাকি ৩০০০ টাকা পরিশোধ করতে হবে। আর যদি কোন কিছু শিখতে না পারেন, তবে কোর্সের টাকা রিটার্ণ নিয়ে ভর্তি বাতিল করতে পারবেন।
01716216512 ( Personal বিকাশ/নগদ/রকেট) এর নাম্বারে আগে টাকা জমা দিয়ে, স্কিনশর্ট রাখুন। সেই স্কিনশর্ট টি নিচের ফর্মের মধ্যে যুক্ত করে দিন।
অথবা- ব্যাংকের মাধ্যমেও টাকা পাঠাতে পারেন।
Pubali Bank Limited:
Saving Account :
MD ALAMGIR HOSSAIN
Account : 4404101014494
SWIFT Code : PUBABDDH
Routing number : 175930050
Address : Bhaighat Bazar Branch (Rural). Vill-Darirampur PO-Bhaighat Bazar,, PO-Bhaighat Bazar, PS- Dhanbari, Tangail, Dist. – Tangail.
——————-
Agrani Bank Limited
Branch Name : Madhupur Branch
Branch Code : 8174
Saving Account :
MD ALAMGIR HOSSAIN
Account : 0200020971209
SWIFT Code : AGBKBDDH
Address : Madhupur Bus Stand, Madhupur, Tangail
——————————-
▣ টাকা পাঠানোর পর Click here -এ ক্লিক করে ভর্তি ফর্মটি পূরণ করুন ▣